Home অর্থনীতি অসহায় দুগর্ত মানুষের পাশে দাড়াতে চায় ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ

অসহায় দুগর্ত মানুষের পাশে দাড়াতে চায় ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ

by jonoterdak24
0 comment

 আমরা সবাই জানি সুনামগঞ্জ,নেত্রকোনা ও কিশোরগঞ্জ এর সবগুলো হাওড় পানির নিচে তলিয়ে গেছে এর ফলে সেই  এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছে।সরকার ইতিমধ্যে উদ্যোগ নিলেও শুধু সরকারের উপর নির্ভর না করে আমরা যে যার অবস্থান থেকে এই হাওড়বাসীর সাহায্যে এগিয়ে আসতে পারি।তাইতো ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ এর পক্ষ থেকে  সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে  আমরা যে যেখানে আছি   আগামী এক সপ্তাহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন মাধ্যম  থেকে সাহায্য তুলে কৃষকদের পাশে দাড়ানোর উদ্দ্যেশে ত্রাণ তহবিল  সংগ্রহ করা হবে।যে ব্যক্তি বা সংগঠন আমাদের সাথে একাজ্ঞতা প্রকাশ  করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে  মহৎ কাজে অংশীদার হতে চান  তাদের কে ও যে কোন তথ্য  আদান প্রদানের জন্য ওসমানী স্মৃতি পরিষদের  সিলেট বিভাগীয় সম্বনয়কারী মৃনাল কান্তি দাসের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা গেল। অনুরোধক্রমে — মাহমুদুর রহমান লায়েক, সভাপতি স্হায়ী কমিটি। যোগাযোগের  ঠিকানা: অস্থায়ী কার্যালয় ২১০ ওয়ারিয়ন্টাল টাওয়ার, বন্দরবাজার, সিলেট। মোবাইল: ০১৭৭৯৯৭০৩৩৯। প্রেস বিজ্ঞপ্তি

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys