Home রাজনীতি আগামী নির্বাচনে যশোর-১ আসনে এমপি হিসাবে বেনাপোলের মেয়র লিটনকে দেখার জন্য শার্শা উপজেলা আওয়ামীলীগ নেতা কর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রা।

আগামী নির্বাচনে যশোর-১ আসনে এমপি হিসাবে বেনাপোলের মেয়র লিটনকে দেখার জন্য শার্শা উপজেলা আওয়ামীলীগ নেতা কর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রা।

by jonoterdak24
0 comment

স্টাফ রিপোর্টারঃ সমুদ্রের উচ্ছাস জলতরঙ্গকে যেমন বালির বাধ দিয়ে বেধে রাখা যায়না তেমনি হত্যা, খুন, গুম, সন্ত্রাস চাঁদাবজ প্রতিরোধে শার্শার গনমানুষ যশোর জেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনকে আগামী ২০১৯ সালের নির্বাচনে যশোর-১ আসনে এমপি হিসাবে দেখার জন্য শার্শার ১১ টি ইউনিয়নে নেতা কর্মীরা বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। রবিবার সকাল ১১ টার সময় শার্শা ষ্টেডিয়াম থেকে প্রায় ৩ শতাধীক মোটর সাইকেল শোভাযাত্রা বাংলাদেশ আওয়ামলীলীগ সাংস্কৃতিক ফোরামের আয়োজনে শার্শা উপজেলা আওয়ামলীলীগের প্রচার সম্পাদক ইলিয়াছ আযম , দপ্তর সম্পাদক আজিবর রহমান ও বেনাপোল পৌর কাউন্সিলার শাহবুদ্দিন মন্টুর নেতৃত্বে বের হয়। বিশাল এ নির্বাচনী গনসংযোগে শার্শা সদর ইউনিয়ন হয়ে নাভারন, উলাশী, বাগআচড়া, কায়বা , গোগা পুটখালী ইউনিয়ন হয়ে বেনাপোল বাহাদুরপুর লক্ষনপুর নিজামপুর ডিহি ইউনিয়ন হয়ে বেলা ২ টার সময় নাভারন এসে শেষ হয়। নির্বাচনী গনসংযোগে হাজার হাজার নেতা কর্মীরা সবুজ ক্যাপ মাথায় দিয়ে মোটর সাইকেল যোগে বের হলে রাস্তার দুপাশের হাজার হাজার মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানায়। বিশাল এ গনসংযোগে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুজ্জামান বিটন, যুবলীগের যুগ্ম সম্পাদক সেলিম রেজা বিপুল, জাকির হোসেন, আমিনুর রহমান,আওয়ামলীগ নেতা আলতাপ হোসেন, সাবেক পুটখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফফার সরদার, বেনাপোল পৌর আওয়ামলীগের আহবায়ক সুকুমার দেবনাথ যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন প্রমুখ।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys