Home জাতীয় আ.লীগ নেতা পলাশের শয্যাপাশে শিক্ষামন্ত্রী

আ.লীগ নেতা পলাশের শয্যাপাশে শিক্ষামন্ত্রী

by jonoterdak24
0 comment

সিলেট, শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫ :: সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানহারা সিলেট জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশের চিকিৎসার খোঁজ নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

শুক্রবার তিনি হাসপাতালে গিয়ে আওয়ামী লীগ নেতা পলাশ ও তার ছেলে-মেয়েদের চিকিৎসার খোঁজ নেন। তিনি তাদের আশু সুস্থতা কামনার পাশাপাশি দুর্ঘটনায় নিহত পলাশের স্ত্রী ও সন্তানের রূহের মাগফেরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দীন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরীয়ার আলম সামাদ, মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সুজেল আহমদ তালুকদার প্রমুখ।

 

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys