Home সারাদেশ ই বাসের সংঘর্ষে চালক-হেলপার নিহত, আহত ১০

ই বাসের সংঘর্ষে চালক-হেলপার নিহত, আহত ১০

by jonoterdak24
0 comment

লেট, শুক্রবার, ২৫ মার্চ ২০১৬ :: হবিগঞ্জের বাহুবলে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট ও ৫ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমিজ আলীর বাড়ি পুটিজুড়ি ও হাফিজ মিয়ার বাড়ি বাহুবল উপজেলার মগকান্দি গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী বৈশাখী পরিবহনের একটি বাসের মহাসড়কের বাহুবল উপজেলার করাঙ্গী বিজের নিকট মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক হাফিজ মিয়া ও হেলপার রজব আলী মারা যান। এ সময় অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ গ্রামের বাড়িতে প্রেরণ করেছে। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। –1

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys