Home ইসলাম এডভোকেট মালেক এর মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রী,সাবেক অর্থমন্ত্রী ও ড,আহমদ আল কবিরের শোক

এডভোকেট মালেক এর মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রী,সাবেক অর্থমন্ত্রী ও ড,আহমদ আল কবিরের শোক

by Chief Editor
0 comment

জনতারডাকঃ সিলেট মহানগর আওয়ামী লীগ এর সাবেক সহ সভাপতি,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেট এর সদ্য সাবেক স্পেশাল পিপি, প্রবীন রাজনীতিবিদ ও আইনজীবী, এডভোকেট মোঃ আব্দুল মালেক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী ড,এ কে আব্দুল মোমেন।
এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের কর্দমময় জীবনকে স্মরন মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এদিকে সাবেক অর্থমন্ত্রী,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত এডভোকেট এম এ মালেক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফেরাত কামনা করেন।
একইভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্হা সীমান্তীক এর প্রধান পৃষ্ঠপোষক,বিশিষ্ট অর্থনীতিবিদ ড,আহমদ আল কবির।তিনি মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজন সহ সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য এডভোকেট এম এ মালেক রবিবার (২৯ মার্চ) সন্ধায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। দীর্ঘদিন যাবত তিনি জটিল রোগে ভুগছিলেন।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys