Home সিলেট বিভাগ ওসমানীনগরে পৃথক দুর্ঘটনায় ছাত্রসহ ২ জনের মৃত্যু

ওসমানীনগরে পৃথক দুর্ঘটনায় ছাত্রসহ ২ জনের মৃত্যু

by jonoterdak24
0 comment

নিউজ ডেস্ক: সিলেট জেলার ওসমানীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার আটগাঁও গ্রামের মৃত গেদন মিয়ার ছেলে এবং তাজপুর মঙ্গলচন্ডী নিশি কান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নাজমুল ইসলাম ফাহিম (১৫) ও বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো রফিক মিয়া (৫৫)।

জানা যায়, মহাসড়কের তাজপুর ডিগ্রি কলেজের সামনে বাইসাইকেলযোগে যাওয়ার পথে দ্রুতগতির একটি লোকাল মিনিবাস (সিলেট জ ০৪-০১৪৯) চাপা দিলে ঘটনাস্থলেই স্কুল ছাত্র ফাহিম মারা যায়। তাৎক্ষণিক তাজপুর ফায়ার বিগ্রেডের কর্মীরা ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তাজপুরের কদমতলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন আওয়ামী লীগ নেতা রফিক মিয়া। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক রফিক মিয়াকে মৃত ঘোষণা করেন।

ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল ছাত্রকে চাপা দেওয়া বাসটি আটক করা হয়েছে।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys