Home সিলেট বিভাগসিলেট জেলা করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় দলমত নির্বেশেষে সকলের প্রতি উপজেলা চেয়ারম্যান কামালের আহ্বান

করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় দলমত নির্বেশেষে সকলের প্রতি উপজেলা চেয়ারম্যান কামালের আহ্বান

by Chief Editor
0 comment

 

মোঃআম্বিয়া হোসাইনঃ-করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় এবং এই সংকটময় মুহুর্তে গরিবি/মেহনতি মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বেশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।এই নিয়ে তিনি তার ফেসবুক পেজে ২৮/০৩/২০২০ ইং রাতে একটি স্ট্যাটাস দেন।স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ-

সম্মানিত জৈন্তাপুর উপজেলার সচেতন নাগরিক বৃন্দ আসসালামু আলাইকুম।
চলমান করোনা পরিস্থিতি সারা বিশ্বে এক মহা বিপর্যয়ের আশংকা লক্ষ্য করা যাচ্ছে। আসুন আমরা সবাই মহান সৃস্টিকর্তার উপর ভরসা রেখে সচেতনভাবে সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা পালন করে এই পরিস্থিতি মোকাবেলা করার সকল প্রস্তুতি গ্রহণ করি।
করোনা প্রতিরোধ কর‍তে গিয়ে নিজ ঘরে অবস্থান, সামাজিক দুরত্ব বজায় রাখা ও দোকানপাঠ,ব্যবসা বানিজ্য বন্ধ হওয়ায় আমাদের শ্রমিক অধ্যুষিত জৈন্তাপুর এ নিকট ভবিষ্যতে বিরাট অর্থনৈতিক সংকট সহ কিছু মানবিক সংকট ও সমস্যা সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। সেই সংকট মোকাবেলার জন্য আমাদের পুর্ব প্রস্তুতি খুবই জরুরী। বর্তমান পরিস্থিতিতে আমাদের পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত (বেলচা শ্রমিক) ট্রাক শ্রমিক,বালু ও বারকি শ্রমিক, রিকশা ও অটোবাইক শ্রমিক ভাইয়েরা মারাত্মক অর্থনৈতিক সসংকটের সম্মুখীন হবে। এই সংকট মোকাবেলায় সরকারের গৃহীত ব্যবস্থার পাশাপাশি সর্ব স্থরের সকল জনপ্রতিনিধি, সাবেক জনপ্রতিনিধি, সকল রাজনৈতিক দল, ব্যবসায়ী, সমাজসেবী, প্রবাসী ভাইয়েরা সহ সকল সামর্থ্যবান নাগরিক মিলে আমরা দলমত নির্বিশেষে একটি কর্মপন্থা নির্ধারণ করতে চাই। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা ও পরামর্শ চাই। আসুন দলমত নির্বিশেষে আমরা আমাদের প্রিয় জৈন্তাপুর কে সকল মানবিক বিপর্যয় থেকে রক্ষা করি।

কামাল আহমদ
চেয়ারম্যান
জৈন্তাপুর উপজেলা পরিষদ।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys