Home শিক্ষা কানাইঘাটের নাদিরা জান্নাতের ট্যালেন্ট পুল বৃত্তি লাভ।

কানাইঘাটের নাদিরা জান্নাতের ট্যালেন্ট পুল বৃত্তি লাভ।

by jonoterdak24
0 comment

 

 

 

 

 

 

 

 

 

 

 

জয়নাল আবেদিন আযাদ:
কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউপির দর্জিমাঠি গ্রামের ইস্কুল শিক্ষক কানাইঘাট উপজেলার পরিচিত মুখ নুরনবী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মাসুক আহমদের মেয়ে “নাদিরা জান্নাত নাজাত” ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষায় নূরনবী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তি লাভ করেছে।তাই মেয়ের উজ্জল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পিতা মাতা একে ই বিদ্যালয় থেকে আরেক জন্য ছাত্রী বৃত্তি লাভ করছে তার নাম রুবাইয়া জান্নাত মণি, বলে জানিয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ তিনি আর ও বলেন আমাদের বিদ্যালয়ের দুই জন ছাত্রী বৃত্তি লাভ করছে এতে আমি সহ আমার বিদ্যালয়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা গণ খুবি ই খুশি, ম্যানেজিং কমিটির সকল সদস্য ও এলাকার মানুষ আমাদের প্রতি আন্তরিক আমি সবাই কে ধন্যবাদ জানাই।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys