Home সারাদেশ কুশিয়ারা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

কুশিয়ারা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

by jonoterdak24
0 comment

সিলেট, শুক্রবার, ১১ মার্চ ২০১৬ :: কুশিয়ারা কল্যান ট্রাস্টের উদ্যোগে আর্ত মানবতার সেবায় সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরন করা হয়েছে। শুক্রবার গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের ডেপুটি বাজার সরকারী প্রাইমারী বিদ্যালয়ে মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি এনামুল হক তুলার সভাপতিত্বে ও রশিদ আহমদ মুন্নার পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, যুক্তরাজ্য কুশিয়ারা কল্যাণ ট্রাষ্টের সভাপতি এম. মুকিত আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বাংলাদেশ শাখার সাধারণসম্পাদক সাইদুজ্জামান শোয়েব।

এসময় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, ফকরুল আলম, রফিকুল হক, বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালেহ আহমদ, রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আহাদুস সামাদ ছাবু, আব্দুল কাইয়ুম হাসনু, আব্দুল কাইয়ুম বিলু, ট্রাস্টের যুক্তরাজ্য শাখার সিনিয়র সভাপতি লোকমান উদ্দিন, অব: ইঞ্জিনিয়ার নুরুল হক চৌধুরী, ট্রাস্টের মিডিয়া ও কমিনিকেশন ডিরেক্টর ওয়াহিদুস সামাদ পাপ্পু, জুয়েলা আক্তার, জেসমিন আক্তার, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষিকা ইয়াসমিন আক্তার, সানি হিল স্কুলের শিক্ষিকা রেসমিন আক্তার।

সভায় বক্তারা বলেন, প্রত্যেক প্রবাসীর উচিত নিজ নিজ এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। প্রবাসীরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে দেশে সবাই স্বাবলম্ভী হতে সময় লাগবে না। অনুষ্টানে অথিতিরা এসব কথা বলেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন, বাবুল আহমদ, শামীম আহমদ, বদরুল ইসলাম, হাবিবুল ইসলাম প্রমুখ। se

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys