Home সিলেট বিভাগ কোম্পানীগঞ্জে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মদের চালান আটক

কোম্পানীগঞ্জে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মদের চালান আটক

by jonoterdak24
0 comment

সিলেট, সোমবার, ১৯ অক্টোবর ২০১৫ :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মদের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার সীমান্তের কালাইরাগ এলাকায় অভিযান চালানো হয়।MADOসোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়নের সূত্রে জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জ  উপজেলার কালাইরাগ বিওপি’র বিজিবি’র সদস্যরা রোববার দিবাগত রাত ও সোমবার সকাল সাড়ে ১০ টায় চন্দ্রনগর এবং পশ্চিম কালাইরাগ নামক এলাকায়  অভিযান চালায়।
অভিযানকালে ৩৮৮ বোতল ভারতীয় অফিসাস চয়েজ মদ, ৪ বোতল ব্লুরিবেন্ড মদ, ২ বোতল এসি ব্লাক মদ, ২ বোতল ম্যাগডুয়েল মদ এবং ৫২ বোতল থান্ডার বিয়ার আটক মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের সিজার মূল্য ৬ লাখ ৭ হাজার টাকা।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys