Home ইসলাম কোরবানির জন্য সিলেটে প্রস্তুত ৬ লক্ষাধিক পশু

কোরবানির জন্য সিলেটে প্রস্তুত ৬ লক্ষাধিক পশু

by jonoterdak24
0 comment

নিজস্ব প্রতিবেদক :: দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আযহা তথা ‘কোরবানির ঈদ’। কোরবানির জন্য এবারের ঈদে সিলেটে ৬ লক্ষাধিক পশু প্রস্তুত রয়েছে। এসব পশু দিয়ে সিলেটে কোরবানির চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রাণিসম্পদ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, গত বছর সিলেটে ৫ লাখ ৪২ হাজার ৪৮৭টি পশু কোরবানি দেওয়া হয়। এবারও প্রায় সাড়ে পাঁচ লাখের মতো পশু কোরবানি দেওয়া হবে। এজন্য যথেষ্ট সংখ্যক পশু প্রস্তুত রয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তর সিলেট বিভাগীয় উপ-পরিচালক ডা. মো. গিয়াস উদ্দিন জানান, সিলেটের চার জেলার ৩৯ উপজেলায় ৩৬ হাজার ৬১২টি ব্যক্তি মালিকানাধীন খামার রয়েছে। এসব খামারে ৩ লাখ ৩৮ হাজার ৫১১টি গরু ও ছাগল কোরবানির জন্য হৃষ্টপুষ্ট করা হয়েছে। এছাড়া পারিবারিকভাবে আরো ৩ লাখ গবাদিপশু এবারের কোরবানির বাজারে বিক্রির জন্য প্রস্তুত। এ হিসেবে সিলেটে চাহিদার তুলনায় বেশি সংখ্যক পশু রয়েছে কোরবানির জন্য।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys