Home সিলেট বিভাগ গহরপুরে জঙ্গীবাদ বিরোধী মতবিনিময়

গহরপুরে জঙ্গীবাদ বিরোধী মতবিনিময়

by jonoterdak24
0 comment

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে দেশব্যাপি সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর এবং ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসা মসজিদে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. তরিকুল ইসলাম তালুকদার, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগের নেতা এমএ মালেক, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, এমএ কাদির, এসএম হেলালসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু।

এরপর বেলা ২টায় দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের প্রবাসী গহরপুর ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম।

সভাপতিত্বে করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান। শিক্ষক বাদশা লিটনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. তরিকুল ইসলাম তালুকদার, কলেজ গভর্ণিংবডির সদস্য আফম শামীম, মো. হারুন মিয়া, আব্দুল জলিল বেলাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল হক পান্নাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys