Home Uncategorized গাছবাড়ীতে শৌচাগার পরিদর্শনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রকৌশলী জাকির হোসাইনের আশ্বাস,,

গাছবাড়ীতে শৌচাগার পরিদর্শনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রকৌশলী জাকির হোসাইনের আশ্বাস,,

by jonoterdak24
0 comment

 

 

মুফিজুর রহমান নাহিদ, কানাইঘাট প্রতিনিধিঃজনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন বলেন,উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শীঘ্রই সংস্কার করা হবে।সিলেট জেলার কানাইঘাট উপজেলার বৃহত্তর গাছবাড়ী বাজার একটি অবহেলিত অঞ্চল। এ অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের সুনাম ধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান হাজার হাজার আলিম গড়ার কারিঘর ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ গাছবাড়ি জামিউল উলূম কামিল (এম এ) মাদ্রাসা।কিন্তুু দুঃখের বিষয় হলে ও সত্য মাদ্রাসার সম্মুখে মসজিদের উত্তর পাশে একটি শৌচাগার অবস্হিত। উক্ত শৌচাগারটি মাদ্রাসার ছাত্র সহ প্রতিদিন বাজারে আসা হাজার হাজার পাবলিক গণ ব্যবহার করে থাকেন। দীর্ঘদিন থেকে মাদ্রাসা মসজিদের শৌচাগারটি (পাবলিক টয়লেট) ব্যবহারের অনুপযোগী হয়েছে পড়েছে। শৌচাগারটিভ অবস্থা এতটাই নাজুক যে, ১০ গজ দূরে অবস্থিত মসজিদের পবিত্রতা রক্ষা করা কঠিন হয়ে দাড়িয়েছে! এ ব্যাপারে সচেতন কয়েক জন, শিক্ষক, সাংবাদিক,ডাক্তার, ইমাম সাহেব, এর যৌথ উদ্দ্যােগে গাছবাড়ি মাদ্রাসা কর্তৃপক্ষকের কাছে বার বার দৃষ্টি আকর্ষণ করে কোন সুফল না পেয়ে অবশেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দারস্ত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা,তানিয়া সুলতানা বিষয়টি আমলে নিয়ে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইনকে শৌচাগারটি পরিদর্শনের জন্য ডেকে পাঠান। জাকির হোসাইন শৌচাগারটি পরিদর্শনে আসলে তার সাথে উপস্থিত ছিলেন,জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের বিএস মিশেন কর্মকর্তা মোহাম্মদ বিলাল হোসাইন, বাংলাদেশ মুফস্বল সাংবাদিক ফোরামের জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ, গাছবাড়ী জামিউল উলূম কামিল এম এ মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ তাহির উদ্দিন, মসজিদের ইমাম ও খতিব মাওঃ মাহবুবুর রশীদ, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ কামাল উদ্দিন, বাজারের ব্যবসায়ী ও সাবেক সভাপতি মেহেদী হাসান নাসির, প্রবীন ব্যবসায়ী জফুর উদ্দিন (দর্জি) গাছবাড়ী ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক মাস্টার বাহার উদ্দিন, বাজারের সাবেক ব্যবসায়ী বুরহান উদ্দিন, প্রমুখ। তিনি শৌচাগারটি ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষোভ প্রকাশ করে বলেন- এখানে শত বছরের প্রাচিন একটি মাদ্রাসা ও পূর্ব সিলেটের সবচেয়ে বড় বাজারটির শৌচাগারের এই অবস্থা মেনে নেয়া যায় না। তিনি মসজিদ এবং বাজার পরিচালনা কমিটিকেও এহেন অবস্থার জন্য দায়ী করেন। সবশেষে তিনি বলেন- আমি পরিদর্শন করে নিজ চোখে সব কিছু অবলোকন করলাম। ইনশাআল্লহ ফিরে গিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শীঘ্রই সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys