Home আন্তর্জাতিক গোয়াইনঘাট উপজেলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

গোয়াইনঘাট উপজেলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

by jonoterdak24
0 comment

 

 

জনতার ডাক: সারা দেশের ন্যায় সিলেট’র গোয়াইনঘাট উপজেলা প্রসাশন’র উদ্দ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে। উপজেলা প্রসাশন একাধিক কর্মসূচি গ্রহণ করেছে।

শনিবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে সকাল সাড়ে ১০টায় গোয়াইনঘাট উজেলার ইউএনও(ভারপ্রাপ্ত) সুমন চন্দ্র দাস’র নেতৃত্বে “খুশির দিন সুখের দিন বঙ্গবন্ধুর জন্ম দিন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু সমাবেশ ও আনন্দ র‌্যালি বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ে মিলিত হয়।

সকাল ১১টায় গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় সহকারী শিক্ষক গোপাল কৃঞ্চ দে চন্দন’র পরিচালনায় এবং গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উজেলার ইউএনও(ভারপ্রাপ্ত) সুমন চন্দ্র দাস।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর জিবনীর উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, সমাজ সেবা কর্মকর্তা অনুজ চক্র বর্তী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, মৎস্য কর্মকর্তা অহিদুজ্জামান, শিক্ষা অফিসার প্রাথমিক আফজাল হোসেন, শিক্ষা অফিসার মাধ্যমিক খন্দকার মাকসুদুর রহমান, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেন, ওসি তদন্ত হিল্লোল রায়, দেব ব্রত ভট্ট্রাচার্জ, তোফাজ্জল হোসেন, সয়ফুল আলম, সিরাজুল ইসলাম, গাজী হাফিজুর রহমান, আমির উদ্দিন, আব্দুল্লাহ, নাদিয়া আক্তার, আনোয়ারা বেগম, বদর উদ্দিন, আজমল হোসেন প্রমূখ।

আলোচনা সভায় নেতৃবৃন্দরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবকাল ও জীবনী নিয়ে পর্যালচনায় তার অসমাপ্ত কাজ বর্তমান জাতির উপর নির্ভর করবে বলে দৃড়বিশ্বাসী

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys