Home সিলেট বিভাগসুনামগঞ্জ জেলা জগন্নাথপুরে  আরো ৫ জন করোনায় আক্রান্ত,মোট ১৭ জন

জগন্নাথপুরে  আরো ৫ জন করোনায় আক্রান্ত,মোট ১৭ জন

by Chief Editor
0 comment 46 views

জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুরে  বাবা ছেলেসহ আরো ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের মধ্যে সৈয়দপুর গ্রামের ১৫ বছরের এক শিশু, তাঁর বাবা (৪৫)। একই গ্রামের আরো দুইজন। অপরজন পৌরসভার বাসিন্দা।

বৃহস্পতিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে গত ২৯ মে সৈয়দপুর গ্রামে আরেকজন করোনায় আক্রান্ত হন। তিনি সিলেট শহীদ সামছুউদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন।

জগন্নাথপুরে মোট করোনা আক্রান্ত সংখ্যা ১৭ জন। এরমধ্যে ছয়জন সুস্থ হয়ে বাড়িতে আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসুদন ধর জানান, নতুন করে আরও ৫ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজন শিশু, দুইজন নারী এবং দুইজন পুরুষ।

গত ১ জুন আমরা আক্রান্তদের নমুনা সংগ্রহ করে সিলেটে ল্যাবে পাঠানো হয়।

Related Posts

Leave a Comment