Home সিলেট বিভাগ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল শাহপরাণ (রহ.) থানা শাখার কমিটি গঠন ,

জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল শাহপরাণ (রহ.) থানা শাখার কমিটি গঠন ,

by jonoterdak24
0 comment

 ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল শাহপরাণ (রহ.) থানা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা শাখার সভাপতি এস. এ লালা ও সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী স্বাক্ষরিত প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে স্থানপ্রাপ্তরা হলেন- মো: লোকমান আলী সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মাসুম আহমদমাসুম, সহ-সভাপতি মো: ইব্রাহিম হোসেন, শাহিন আহমদ, আব্দুস শুক্কুর, সাধারণ সম্পাদক আবুল কাশেম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল শাহিন, মজমদর আহমদ জামাল, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সোহেল আহমদ রানা, মুরাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাঈম আহমদ জুবের, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, সুজন আহমদ, প্রচার সম্পাদক মিনহাজ আহমদ, সহ-প্রচার সম্পাদক মুন্না আহমদ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক রিপন আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শুক্কুর আহমদ, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু তাহের, সমাজ সেবা সম্পাদক ফাহিম রেজা, সহ-সমাজ সেবা সম্পাদক সাহেদ আহমদ, সাংষ্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ ইমন, সহ-সাংষ্কৃতিক সম্পাদক শিপলু আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক বেলাল আহমদ, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ফাহিম আহমদ, পাঠাগার সম্পাদক আব্দুল গফুর, সহ-পাঠাগার সম্পাদক আল-আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান আহমদ। নির্বাহী সদস্য মুকুল আহমদ, আব্দুল্লাহ, অলিফ আহমদ, আরিফ আহমদ।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys