Home আন্তর্জাতিক  জাতীয় পাটির চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের সাথে একান্ত সাক্ষাত (রুহেল মিয়ার)

 জাতীয় পাটির চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের সাথে একান্ত সাক্ষাত (রুহেল মিয়ার)

by jonoterdak24
0 comment

জাতীয় পাটির চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের সাথে একান্ত সাক্ষাত করেছেন সৌদিআরব জেদ্দা জাপার  সভাপতি ও সিলেট দক্ষন সুরমার কৃতি সন্তান প্রবাসী জাপা নেতা রুহেল মিয়া। উল্লেখ্য যে সৌদি বাদশাহ আমন্ত্রনে এরশাদ প্রবিত্র হজ্জ পালনের সময় এ সাক্ষাত অনুষ্টিত হয়।এ ব্যাপারে জাপা নেতা রুহেল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান প্রবিএ হজ্জ পালনে আমাদের পল্লী বন্ধু আসার পর আমরা জেদ্দা জাপার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাই এবং পরে জেদ্দা জাপা নেতাদের সাথে এক সৌজন্য সাক্ষাত করেন পল্লী বন্ধু। সাক্ষাতের আলোচনার বিষয় জানতে চাইলে রুহেল মিয়া জানান আমরা সৌদি প্রবাসী বৃন্দ আগামী জাতীয় সংসদ নিবাচন সিলেট-৩ আসনে সিলেট জেলা জাপার সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যানকে আগাম প্রার্থী ঘোষনার দাবী জানাই। পল্লী বন্ধু আমাদের আসস্থ করে বলেছেন সিলেট-৩ আসনে উছমান আলী শুধু একমাত্র জাপার প্রার্থী। আমি দেশে ফিরে গিয়ে তাহাকে অগ্রিম নমিনেশন দিয়ে দিব এবং সিলেট-১ আসনে পল্লী বন্দু নিজেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন।আমরা জেদ্দা প্রবাসী বৃন্দ পল্লী বন্দুকে সিলেট-১ আসনে নিরবার্চন অনুরুদ জানাই।।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys