Home সিলেট বিভাগ জেলার মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের আবেদন

জেলার মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের আবেদন

by jonoterdak24
0 comment

 

সিলেট :: সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে শাস্তিমূলক বদলি হওয়া জেলার মাসুদ পারভেজ মঈনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনটি দাখিল করেন কানাইঘাট থানা উপ-পরিদর্শক রবিউল ইসলাম। পুলিশ জানায়, কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। জেলার মাসুদকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে গত মাসে রাঙ্গামাটিতে বদলি করা হয়। এখনও তিনি সেখানে যোগদান করেননি। আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ডিসেম্বর মাসুদ সিলেটের কানাইঘাটের নিজ বাউরবাগ গ্রামে অবস্থান করে একই গ্রামের নুরুল ইসলামকে প্রাণনাশ ও খুন জখমের হুমকি দেন। পরে থানা পুলিশের আশ্রয় চান নুরুল। এরপর মাসুদ পারভেজের বিরুদ্ধে অভিযোগ দেন থানায়।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys