Home সিলেট বিভাগসিলেট জেলা জৈন্তাপুর সদরের সকল ব্যবসা প্রতিষ্টান ৬ জুন থেকে ৫টার পর বন্ধের নির্দেশ

জৈন্তাপুর সদরের সকল ব্যবসা প্রতিষ্টান ৬ জুন থেকে ৫টার পর বন্ধের নির্দেশ

by Chief Editor
0 comment 107 views

 

জৈন্তাপুর প্রতিনিধি ঃ সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় করোনাভাইরাস রোগীর সংখ্যা দিন দিন বৃদ্বি পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে উপজেলা সদরে বসভাস কারি পরিবারগুলো। করোনাভাইরাস থেকে সবাইকে রক্ষায় ৫জুন সন্ধায় ষ্ট্রেশন বাজরে সুধি সমাজ ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের উদ্যোগে এক জরুরী সভা অনুষ্টিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্বান্ত গৃহিত হয়, আগামী কাল ৬ জুন শনিবার সকাল থেকে বিকাল ৫ পর্যন্ত সকল প্রকার ব্যবসা প্রতিষ্টান খোলা তাকবে, তবে জরুরী প্রয়োজনে শুধু মাত্র ফার্মেসি খোলা রাখা যাবে, ৫ টার পর পর সকল ব্যবসায়ী ও সাধারণ নাগরিককে বাজার এলাকা ত্যাগ করে নিজ নিজ বাড়ীতে চলে যাওয়ার জন্য বিশেষ ভাবে অনুরুদ জানানো হয়। এছাড়া ইমা, লেগুনা, সিএনজি, বেটারী চালিত টম টম গুলো ষ্ট্রেশনের উত্তর পাশের নয়াগাং ব্রিজ ও দক্ষিন পাশে মোগরাপুল নামক স্থানে থেকে সামাজিক দুরত্ব বযায় রেখে যাত্রীদের পরিবহন করতে নিজ নিজ সমিতির ম্যানেজারদেরকে বিশেষ অনুরুধ করা হয়েছে। এবং প্রত্যেককে বাড়ী থেকে মাস্ক পরে বের হতে হবে, মাস্ক ছাড়া মালামাল বিক্রি বা যাত্রী পরিবহণ করা জাবেনা। জরুরী সভায় উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সমাজসেবি হায়দার আলী, শাহিন আহমদ, ইলিয়াছ উদ্দিন লিপু, মাহমুদ আলী, আব্দুরব বিদুর, ষ্ট্রেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সুহেল, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, পূর্ববাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী খলিল উল্লাহ, সহ সভাপতি খালই মিয়া, দৈনিক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন মাহমুদ, সাধারন সম্পদক ছৈদুর রহমান, ব্যবসায়ী আমিরুল আলম, সাব্বির আহমদ, মামুনুর রশিদ, কামাল আহমদ, মামুন আহমদ, নিবারন দাস, বিলাল আহমদ, শামিম আহমদ প্রমুখ।

Related Posts

Leave a Comment