Home সিলেট বিভাগ হাজী গুলজার আওয়ামী লীগের একজন পরীক্ষিত মুখ : হাজী রইছ আলী

হাজী গুলজার আওয়ামী লীগের একজন পরীক্ষিত মুখ : হাজী রইছ আলী

by jonoterdak24
0 comment

‘‘হাজী গুলজার আহমদ বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ও নেতা। দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত প্রতিটি কর্মসূচীতে তিনি অংশগ্রহণ ও বাস্তবায়নে অগ্রভাগে অবস্থান করে থাকেন। সে কারণে দলীয় কর্মী ও নেতা হিসেবে তিনি পরীক্ষিত মুখ। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং কুচাই ইউনিয়নে হাজী গুলজার নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ফলশ্রুতিতে অনুষ্ঠিত তৃণমূল কাউন্সিলদের ভোট প্রাপ্তিতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনা মিয়া হাজী গুলজারের অবস্থান ছিল এক। আর এ জন্য তিনি দলের স্বার্থে নির্বাচন থেকে সরে এসে মহানুভবতার পরিচয় দেন’’  দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক হাজী রইছ আলী এক বিবৃতিতে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, হাজী গুলজার আহমদ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইউনিয়নের ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। তিনি কখনোই কোনো পদের লোভ করেননি। নির্লোভ এ মানুষটি নিরলশভাবে দলের জন্য কাজ করে যাচ্ছেন। বিজ্ঞপ্তি।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys