Home বিনোদন ডিজিটাল উদ্ভাবনী প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটির সাফল্য  

ডিজিটাল উদ্ভাবনী প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটির সাফল্য  

by jonoterdak24
0 comment

 

সিলেট :: সিলেট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করছেন লিডিং লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. রুহেল খান।

সিলেট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটি সাফল্য অর্জন করেছে। ১২ এপ্রিল অনুষ্ঠিত ইনোভেষন প্রতিযোগিতায় ডিজিটালাইজেশন পদ্ধতিতে ভূমি উন্নয়ন  কর/খাজনা প্রজেক্ট নিয়ে ২য় স্থান  অর্জন করেন লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী মো. রুহেল খান। এতে প্রথম হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ৩য় স্থান অর্জন করে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনাল কান্তির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. গোলাম শাহি আলম এবং বিশেষ উপন্থিত ছিলেন সিলেট রেঞ্চ এর ডিআইজি কামরুল হাসান বিপিএম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, জেলা পর্যায়ে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী প্রতিযোগিতা-২০১৮ এ লিডিং ইউনিভার্সিটির একই শিক্ষার্থী ২য় স্থান অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গক উপস্থিত ছিলেন

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys