Home সিলেট বিভাগ তাহিরপুে ভারতীয় মদ ও কয়লাবাহী নৌকা আটক

তাহিরপুে ভারতীয় মদ ও কয়লাবাহী নৌকা আটক

by jonoterdak24
0 comment

নিউজ ডেস্ক: তাহিরপুর সীমান্তে চোরাই পথে আসা ভারতীয় মদ, কয়লাসহ একটি ছোট নৌকা আটক করেছে (বর্ডার গার্ড) বিজিবি। যার বাজার মূল্য ৩ লাখ, ৩৪ হাজার, ৫শত টাকা।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে সুনামগঞ্জ (বিজিবি-২৮) ব্যাটালিয়নের অধীনস্থ বালিয়াঘাট বিওপির ক্যাম্প কমান্ডার মো. জসিম উদ্দিনের নেতৃত্বে গোপন এক সংবাদের ভিত্তিতে একটি টহল দল বড়ছড়া থেকে নিয়ে আসার পথে তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের পাটলাই নদীতে অভিযান চালিয়ে ভারতীয় ৭শ’ ৫০এমএল ৩ বোতল মদ, ১০ মে.টন কয়লাসহ একটি স্টিলবডির ছোট নৌকা আটক করে।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকার মাঝি, নৌকার সর্দার, মাদক ব্যবসায়ী উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের তরং গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে আমিরুল মিয়া (৩৫) নদী সাতার দিয়ে পালিয়ে যায়।

সুনামগঞ্জ (বিজিবি-২৮) ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাকসুদুল আলম ঘটনার নিশ্চিত করেছেন।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys