Home সিলেট বিভাগ দক্ষিণ সুরমায় ফেন্সিডিলসহ আটক দুই

দক্ষিণ সুরমায় ফেন্সিডিলসহ আটক দুই

by jonoterdak24
0 comment

নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে ৭ এপিবিএন, সিলেট।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে দক্ষিণ সুরমার তেলী বাজার পয়েন্টে এনপি পরিবহনের ঢাকা গামী যাত্রীবাহী একটি বাস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, নুরে আলম (৩৫) ও আ. রহমান রুবেল (৩৩)। পরে এসআই (নিরস্ত্র) মো. আলী খাঁন বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেন।

এসআই (নিরস্ত্র) মো. আলী খাঁন বলেন, মাদক নির্মূলে ৭ এপিবিএনের অধিনায়ক ও সহ-অধিনায়কের তত্ত্বাবধানে অপারেশন টিম সোচ্চার রয়েছে।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys