Home ইসলাম দুই দিনের সফরে সিলেট আসছেন জমিয়ত মহাসচিব

দুই দিনের সফরে সিলেট আসছেন জমিয়ত মহাসচিব

by jonoterdak24
0 comment

সিলেট :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও ঢাকা মহানগর হেফাজতে ইসলামের আমীর আল্লামা নূর হোসাইন ক্বাসেমী দুই দিনের সাংগঠনিক সফরে আজ সোমবার সিলেট আসছেন। সকাল ১০টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। এ সময় তার সাথে দলের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী থাকবেন।

জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী দুই দিনের সাংগঠনিক সফরসূচিতে রয়েছে- সোমবার বেলা ২টায় সুনামগঞ্জের দিরাই উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ ও স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়। রাতে তিনি সিলেট অবস্থান করবেন। পরের দিন ২৯ আগস্ট মঙ্গলবার বেলা ২টায় সিলেট মহানগর জমিয়তের কাউন্সিল অধিবেশন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys