Home আইন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের ব্যাচ পরালেন রংপুর জেলার এসপি বিপ্লব সরকার

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের ব্যাচ পরালেন রংপুর জেলার এসপি বিপ্লব সরকার

by Chief Editor
0 comment 57 views

 

জনতার ডাক  : রংপুর জেলায় কর্মরত ওসি মোঃ তোবারক আলী সরকার এবং ওসি মোঃ রেজাউল করিম, (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি হওয়ায়, গতকাল ২৮ জুন রবিবার তাদের র‌্যাঙ্কব্যাচ পরিয়েদেন রংপুর জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম। ব্যাচ পরানো অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু মারুফ হোসেন (পুলিশ সুপার) প্রশাসন ও অপরাধ, মোঃ আনোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রংপুর, আরমান হোসেন পিপিএম সহকারী পুলিশ সুপার (সি সার্কেল)। ব্যাচ পরানো শেষে এসপি বিপ্লব সরকার অধিনস্থ অফিসারদের বলেন, নিজে অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করে গেলে একদিন তার প্রতিদান মিলে। বর্তমান সময়ে সারাদেশে বৈশ্বিক করোনাকালীন সময়ে পুলিশ সদস্যরা নিজ দায়িত্ব থেকে বেরিয়ে গিয়ে যে মানবিক কাজ গুলো করেছে আজ তা সারাবিশ্বে প্রশংশিত হচ্ছে। আমাদের সেই দ্বারা অব্যাহত রাখতে হবে। মনে রাখবেন জনতাই পুলিশ পুলিশই জনতা, আমরা আইনের রক্ষক ভক্ষক নয়

Related Posts

Leave a Comment