Home সিলেট বিভাগ “পূর্ব ইছামতি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালিত”

“পূর্ব ইছামতি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালিত”

by jonoterdak24
0 comment

 

 

 

মুফিজুর রহমান নাহিদ, কানাইঘাট প্রতিনিধিঃমহান স্বাধীনতা দিবস এর তাৎপর্য শির্ষক আলোচনা সভা সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার পূর্ব ইছামতি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় দিনব্যাপি অনুষ্টিত হয়েছে। দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ বৃটেন বাত ও ব্রিষ্টল মো রেজাউল হক চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কবি আবুল
কালাম আজাদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বা;লাদেশ কবি- লেখক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সুনামধন্য সাধারন সম্পাদক ও সিলেট বিভাগীয় সভাপতি কবি ও কলামিষ্ট সৈয়দ আছলাম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সা;বাদিক আবুল কালাম আজাদ, কবির আল মাহমুদ, জামাল উদ্দিন হাসান বান্না, খায়রুল আলম। শিক্ষক বদরুল আলম এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্টানের সুপারেন্টেন মাওলানা আব্দুল গফুর। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো মখলিছুর রহমান, ছায়েম আহমদ, মারুফ আহমদ, উসমান গনি, মোছা শাহানারা বেগম, মোছা সাহানারা আক্তার সানু, ছাত্রছাত্রী দের মধ্যে বক্তব্য রাখেন তামান্না আক্তার, ই;রেজিতে বক্তব্য রাখেন নিপা আক্তার, আরবীতে বক্তব্য রাখেন রিপা বেগম প্রমূখ। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়িদের মধ্যে কবি সৈয়দ আছলাম হোসেন এর সৌজন্য পুরস্কার বিতরন ও সভাপতি মাওলানা আব্দুল গফুর এর মোনাজাত শেষে সভা সমাপ্ত হয়।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys