Home ইসলাম বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট মহানগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট মহানগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

by jonoterdak24
0 comment

 

সিলেট :: বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট মহানগর শাখা শুক্রবার এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্তদের এক সংবর্ধনা নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু ছাত্রপরিষদ সিলেট মহানগরের সভাপতি মো: মিফতাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাজহারুল হাসান মজুমদার, মিশিগান স্টেইট যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাভেদ, কেন্দ্রীয় ছাত্রলীগ সংসদের সদস্য সাইফুল আহমদ ছফু, কেন্দ্রীয় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শরিফুল, সিলেট জেলা যুবলীগ নেতা রাসেল আহমদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মারজান হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী সবাইকে মুক্তিযুদ্ধের আদর্শে সবাইকে দেশের জন্য কাজ করে যেতে ও তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে ভালো ভাবে পড়াশুনা চালিয়ে যেতে বলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন- ফাহিম, রুবেল, মামুন, শাহজান, শাফি, নাইমুর, আসিফ, হাদিসহ অন্যানরা।

 

Related Posts

Leave a Comment