Home বিনোদন বাপ্পা-তানিয়া দম্পতির ঘর আলো করে আসছে নতুন অতিথি

বাপ্পা-তানিয়া দম্পতির ঘর আলো করে আসছে নতুন অতিথি

by jonoterdak24
0 comment

বিনোদন ডেস্ক: বাপ্পা-তানিয়া দম্পতির ঘর- গত বছরের মাঝা’মাঝি সময়ে বিয়ের সুখবর দেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও মডেল-উপস্থাপিকা তানিয়া হোসাইন। আর এ বছরে দিলেন নতুন অতিথির খবর। বেশ ঘটা করেই জানান, তাদের ঘর আলো করে আসছে কন্যা’সন্তান।

গতকাল (১ নভেম্বর) আয়ো’জন করা হয় তানিয়ার ‘সাধ’ অনুষ্ঠান। হবু বাবা-মা ও নতুন অতিথিকে শুভেচ্ছা জানাতে এতে উপস্থিত হন তাদের কাছের বন্ধু ও সহকর্মীরা।

তানিয়া বলেন, ‘এটা আসলে আমাদের জন্য সত্যি অন্য’রকম এক অনুভূতি। ওর মামা-খালারা সবাই নাম ঠিক করছে। বাসা’জুড়ে আমরা তার জন্য অপেক্ষা করছি।’

বাপ্পা-তানিয়া দম্পতির ঘর আলো করে আসছে নতুন অতিথি

বাপ্পা মজুমদার বলেন, ‘ঘরোয়াভাবে তানিয়া ও আমার শাশুড়ি সাধ আয়োজন করেছিলেন। আমরা সবার কাছে দোয়া নিয়েছি। আশা করছি, ডিসেম্বরে সবাইকে সুখবর দিতে পারব।’

এদিকে সাধ আয়োজনে উপস্থিত হয়েছিলেন কণ্ঠ’শিল্পী দিলশাদ নাহার কণা, এলিটা করিম, সোমনুর মনির কোনাল, নায়িকা মাসুমা রহমান নাবিলা, উপস্থাপক সামিয়া আফরিন প্রমুখ।

গত বছরের ২৩ জুন বিয়ে বন্ধ’নে আবদ্ধ হন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন। এর আগে ১৬ মে তাদের বাগদান সম্পন্ন হয়।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys