Home সিলেট বিভাগ বিভাগ গণদাবি পরিষদের সভা : সিলেটে সব ধান্দাবাজি প্রতারণা বন্ধ করুন

বিভাগ গণদাবি পরিষদের সভা : সিলেটে সব ধান্দাবাজি প্রতারণা বন্ধ করুন

by jonoterdak24
0 comment

সিলেটের বিভিন্ন এলাকায় এক শ্রেণির মানুষ কর্র্তৃক ধান্দাবাজি, ধোঁকাবাজি ও প্রতারণামূলক যেসব আয়োজন করছে তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ।
গতকাল শনিবার বিকেল ৪টায় নগরের সমবায় ভবনস্থ কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেটে সুষ্ঠু সমাজ গঠনে প্রধান বাধা ধোঁকাবাজ, ধান্দাবাজ ও প্রতারক পার্টি। এদেরকে সময় মতো রুখে দিয়ে সিলেটবাসীকে স্বস্তি দেওয়ার দাবি জানানো হয়। সভায় দক্ষিণ সুরমার পুরাতন রেলওয়ে স্টেশন থেকে নতুন সেতু পর্যন্ত একটি উড়াল সড়ক নির্মাণে, সিলেট নগর তীরবর্তীসহ আশপাশের সকল নালা, নর্দমা, ছড়া, খাল ও নদীর আয়তন সীমানা পুনঃচিহ্নিতকরণসহ সংস্কারের দাবি জানানো হয়। সভায় সিলেটের সরকারি সব প্রতিষ্ঠানে স্থানীয় সিলেটিদেরকে সরকারি চাকুরি দেওয়ার জোর দাবি জানিয়ে হজরত শাহজালাল রহ. বাইপাস ৩য় সেতু এলাকায় রাতের বেলা লাইটবাতি জ¦ালানো ও সেখানে সংঘটিত সকল ধরনের অপরাধ দমনে পুলিশি তৎপরতা চালানোর দাবি জানানো হয়। সভায় সিলেটের ট্রাফিক পয়েন্টে যোগ্য ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলা, পবিত্র কুরবানি ঈদের আগ থেকে জনগণের জানমালের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। সভায় বলেন, পরিকল্পিত সিলেট নগর গড়ে তুলতে যেখানে সেখানে মার্কেট দোকান স্থাপন বন্ধ করে ডিটেইল্ড এরিয়া প্লান (ড্যাপ) বাস্তবায়নের দাবি জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান খালেদ, কেন্দ্রিয় সদস্য আব্দুল আহাদ নীল, মো. বদরুল ইসলাম শাহজাহান, লয়লুছ আহমদ চৌধুরী, জাহিদ খান, শাহ ইব্রাহীম আলী, সেলিম আহমদ, পানুর রহমান পানু, কামিনী বৈদ্য, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক লোকমান আহমদ হাকিম, সাংগঠনিক সম্পাদক এমরুল হক নোমান। বিজ্ঞপ্তি

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys