Home অপরাধ বেনাপোলে ইউএস ডলারসহ একজন আটক

বেনাপোলে ইউএস ডলারসহ একজন আটক

by jonoterdak24
0 comment

 

 বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে হুন্ডির ৪০ হাজার ইউএস ডলার সহ এনামুল হক(৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বৃহস্প্রতিবার সকালের দিকে যশোর -বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোষ্ট থেকে তাকে আটক করে বিজিবি।

এনামুল নড়াইল জেলার কালিয়া থানার খাশিয়াল গ্রামের শেখ আবু বক্করের ছেলে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, হুন্ডির একটি বড় চালান বেনাপোল থেকে বরিশাল গামী একটি বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদে বিজিবি আমড়াখালি চেকপোস্টে অবস্থান নেয়। পরে বরিশাল গামী বাসে তল্লাশী চালিয়ে সন্দেহভাজন এনামুলকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগের ভিতর থেকে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়।যার আনুমানিক বাংলাদেশী ৩৩ লাখ ৬০ হাজার টাকা।

এ ব্যাপারে এনামুলকে মুদ্রাপাচার আইনের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত ডলার বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys