Home বিনোদন ব্রিটিশ তরুণের প্রেমে মজেছেন অমিতাভ নাতনি

ব্রিটিশ তরুণের প্রেমে মজেছেন অমিতাভ নাতনি

by jonoterdak24
0 comment

অমিতাভের নাতনি নাকি প্রেমে পড়েছেন? না! এ বার আর শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে গুজব নয়। এ বার আলোচনার কেন্দ্রে অন্য এক পুরুষ। কে তিনি? সম্প্রতি নভ্যার ইন্সটাগ্রামে শেয়ার করা একটি ছবি থেকেই শুরু হয়েছে এই নতুন গুঞ্জন। সেই ছবিই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল!

বয়স ১৯। ইতিমধ্যেই স্টার স্টেটাস পেয়েছেন নভ্যা। হয়তো ভবিষ্যতে তিনি বলিউডেও এন্ট্রি নেবেন। কিন্তু তার আগেই ব্রেকিং নিউজ দিলেন বচ্চন-নাতনি! যুক্তরাষ্ট্রে এখন তিনি ক্যারিয়ার তৈরিতে ব্যস্ত। এক ব্রিটিশ বন্ধুর সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখা গিয়েছে নভ্যাকে। অনেকেই বলছেন, এই বন্ধুর সঙ্গেই এখন ডেটিং করছেন নভ্যা। কয়েক দিন আগে বন্ধুদের সঙ্গে তাজমহল বেড়াতেও গিয়েছিলেন শ্বেতা-কন্যা। সেই গ্রুপেও নভ্যার সঙ্গে ছিলেন তাঁর এই বিশেষ বন্ধু!

এর আগে শাহরুখ খানের ছেলে আরিয়ানের সঙ্গে নভ্যাকে জড়িয়ে নানা প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল বি-টাউনে। কিন্তু সেই জল্পনাকে উড়িয়ে দিতে এই ছবিই যথেষ্ট বলে মনে করছেন বলিউডের একটা বড় অংশ। – 3

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys