Home অপরাধ যশোর পাসপোর্ট অফিসে দালাল ও ঘুষ ছাড়া কাজ হয়না, ভোগান্তিতে সাধারণ জনগণ

যশোর পাসপোর্ট অফিসে দালাল ও ঘুষ ছাড়া কাজ হয়না, ভোগান্তিতে সাধারণ জনগণ

by jonoterdak24
0 comment

 

আজিজুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।।
যশোর পাসপোর্ট অফিসে দালাল ও ঘুষ ছাড়া কাজ হয়না এমনটা অভিযোগ আনলেন যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের শহীদ পরিবারের সন্তান শ্রী সব্যসাচী চৌধুরী। সব্যসাচীর বাবা স্বর্গীয় ভবানীপ্রসাদ চৌধুরী ১৯৭১ সালে খাঁনসেনাদের গুলিতে নিহত হন।খাঁনসেনারা তার বাড়ীতে স্ত্রী পুত্রের  সামনে গুলি করে হত্যা করে। এর পরপরই সব্যসাচীর ভাইয়েরা তার মাকে নিয়ে ভারতের কলকাতায় চলে যায় এবং সেখানেই বসবাস শুরু করেন। সব্যসাচী মাতৃভূমি ছেড়ে কোথাও যায়নি। সেই সব্যসাচী তার বৃদ্ধ মাকে দেখারজন্য পাসপোর্ট করার জন্য যায় যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসের দেয়ালে লেখা নীতি কথা দেখে মনটা ভরে যায়। কিন্তু দুঃক্ষ পায় তখন, যখন পাসপোর্টের আবেদন ফরম জমা নিতে ১৫০০ টাকা চায় অফিসের জমাগ্রহন কারীরা। এর আগে সব্যসাচী সোনালী ব্যাংক যশোর কর্পোরেট শাখায় ৩৪৫৫ টাকা জমা দিয়ে ব্যাংক রশীদ নিয়ে আসে। যার রশীদ নং৭৩৩৫০৭ তাং-০৫-০২-২০১৮। অফিসে ১৫০০টাকা না দিতে পারায় আবেদন ফরম জমা নেয়নি অফিস। ব্যাংক থেকেও টাকা আর ফেরৎ দেয়নি সব্যসাচীকে। ফলে কাদতে কাদতে বাড়ী ফিরতে হয় সব্যসাচীকে। তার ৯০ ঊর্ধ্ব বয়সী মাকে আর দেখতে যাওয়া হলোনা।সব্যসাচী জানায় নাড়ীর টানে বছরে অন্তত দুবার যাওয়া লাগে ভারতে।কিন্তু পাসপোর্ট অফিসের লাগামহীন দুর্নিতীর কাছে মাথানত না করায় তার পাসপোর্টটি হলোনা। সব্যসাচী আরো জানায় দালাল দিয়ে ফরম পুরন না করলে ও জমা দেয়ার সময় অফিসে টাকা না দিলে ফরম জমা নেয়া হয়না।হয়রানি করা হয় সাধারণ জনগনকে।তিনি এই বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেয়ার দাবী জানিয়েছেন।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys