Home শিক্ষা যুব সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে: প্রতিমন্ত্রী মান্নান

যুব সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে: প্রতিমন্ত্রী মান্নান

by jonoterdak24
0 comment

সিলেট, শুক্রবার, ১১ মার্চ ২০১৬ :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমাদের দেশের যুব সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারিগরি শিক্ষা গ্রহণ করলে বেকার যুব সমাজ দেশ ও পরিবারকে বেকারত্ব থেকে মুক্ত করতে পারবে।  এদেশ থেকে বেকারত্ব দূর হলে এই দেশ সোনার বাংলায় পরিণত হবে। সকলে মিলে এই দেশ ও জাতিকে রক্ষা করতে হবে।

স্কিলস এন্ড ট্রেনিং এ্যানহ্যান্সমেন্ট প্রজেক্টের (এসটিইপি)-এর অর্থায়নে ও সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আলমপুর-এর উদ্যোগে আধুনিক রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনারিং-এর উপর ৫দিন ব্যাপী ইন-হাউজ ট্রেনিং-২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার নগরীর আলমপুরস্থ সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৫দিন ব্যাপী ইন-হাউজ ট্রেনিং-২০১৬ এর উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী ওয়ালিউল্লা মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের কর কমিশনার মাহমুদুর রহমান, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক মো. লায়েছ উদ্দিন।

মো. জাকির হোসেনের পরিচালনায় ও কেন্দ্রের ইন্সট্রাক্টর মো. মোয়াজ্জেম হোসেনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রেনিং কো-অর্ডিনেটর মনিরুজ্জামান মনির, ইন হাউজ ট্রেনিং স্পেশালিস্ট অমল কৃষ্ণ চক্রবর্তী, কেন্দ্রের ইন্সট্রাক্টর মো. মাসুদুর রহমান চৌধূরী, মো. ইকবাল চৌধুরী, এম এ নাসির সুজা প্রমুখ।

কর্মশালায় আধুনিক রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনারিং ট্রেডে প্রশিক্ষণ নিয়ে সাফল্যগাথা বক্তব্য রাখেন মো. তুহিনুল ইসলাম, মো. আসাদুজ্জামান।

কর্মশালায় অন্যান্যের মধ্যে অংশ নেন মো. নিজাম উদ্দীন ইরান, মো. ছয়েফ খান, শিরিন আক্তার, মো. রবিউল হাসান আকন্দ, বাপ্টু পুরকায়স্থ, মো. হাবিব উল্লাহ, মো. দেলোয়ার হোসেন, মো. মোয়াজ্জেম হোসেন, মো. শফিকুল ইসলাম, মো. শফিউল  বাসার, মো. আনিসুজ্জামান প্রমুখ। amp

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys