Home তথ্যপ্রযুক্তি লকডাউনেও আড্ডা চলুক, হোয়াটসঅ্যাপে গ্রুপ ভিডিয়ো কল এখন আরও সহজ

লকডাউনেও আড্ডা চলুক, হোয়াটসঅ্যাপে গ্রুপ ভিডিয়ো কল এখন আরও সহজ

by Chief Editor
0 comment 31 views

গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপের এই নতুন ভার্সন ডাউনলোড করে নেওয়া যাবে। এর আগে একটি মেসেজ সর্বাধিক কতজনকে ফরওয়ার্ড করা যাবে, তার সংখ্যা বেঁধে দেয় হোয়াটসঅ্যাপ। ভুয়ো খবর ছড়ানো আটকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়।

হাইলাইটস

  • এতদিন পর্যন্ত গ্রুপ ভিডিয়ো কলে একজন একজন করে মেম্বার যোগ করতে হত।
  • কিন্তু এবার একটি মাত্র ক্লিক করেই গ্রুপে থাকা সবাই ভিডিয়ো কলে যুক্ত হতে পারেবেন।
 ডেস্ক: বাইরে লকডাউন, কিন্তু বন্ধুদের সঙ্গে আড্ডা মারা কি বন্ধ রাখা যায়? তার জন্যই এবার গ্রুপ ভিডিয়ো কলিং আরও সহজ হল হোয়াটসঅ্যাপে। মাত্র একটি ক্লিক করেই হোয়াটসঅ্যাপে শুরু করা যাবে গ্রুপ ভিডিয়ো কলিং।

২০১৮-য় প্রথম গ্রুপ ভিডিয়ো কল নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। তারপরে এই ফিচার ক্রমশ জনপ্রিয় হয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত গ্রুপ ভিডিয়ো কলে একজন একজন করে মেম্বার যোগ করতে হত। কিন্তু এবার একটি মাত্র ক্লিক করেই গ্রুপে থাকা সবাই ভিডিয়ো কলে যুক্ত হতে পারেবেন।

সর্বাধিক চারজন পর্যন্ত সদস্য এই গ্রুপ ভিডিয়ো কলে একসঙ্গে অংশ নিতে পারবেন। হোয়াটসঅ্যাপের তরফে ট্যুইট করে এই কথা জানানো হয়েছে। অ্য়ান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা এই নতুন গ্রুপ ভিডিয়ো কলের সুবিধা পাবেন।

Related Posts

Leave a Comment