Home বিদ্যুৎ/জ্বালানি শার্শারর বাহাদুরপুরে ১৬১ পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন শেখ আফিল উদ্দীন এমপি

শার্শারর বাহাদুরপুরে ১৬১ পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন শেখ আফিল উদ্দীন এমপি

by jonoterdak24
0 comment

আজিজুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।।
শেখ হাসিনার অঙ্গীকার বিদ্যুৎ এর আলোয় আলোকিত হবে বাংলাদেশের প্রত্যেকটি পরিবার এই শ্লোগান নিয়ে আজ রবিবার(১৮মার্চ)সকালে শার্শার বাহাদুরপুর ইউনিয়নের ধানখোলা গ্রামের ১৬১ টি পরিবারে নতুন বিদ্যুৎ লাইনের সংযোগ দেয়া হয়েছে।

শার্শারর বাহাদুরপুরে ১৬১ পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন শেখ আফিল উদ্দীন এমপি

যশোর-১শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন রবিবার সকালে আনুষ্ঠানিক ভাবে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। সংক্ষিপ্ত বক্তব্য শেখ আফিল উদ্দীন বলেন “জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার, ঘরেঘরে বিদ্যুৎ পৌছাবার “আজ সে অঙ্গীকার একের পর এক পুরন করা হচ্ছে।আমরা শতভাগ অঙ্গীকার পুরনের দারপ্রান্তে এসেগেছি।শেখ হাসিনা যেটা বলে সেটা বাস্তবায়ন করেই ছাড়ে।আমরা কথায় নয় কাজে বিশ্বাসী।

তিনি সাংবাদিকদের বলেন
আল্লাহ্‌র অশেষ রহমতে, বিশ্ব শান্তির অগ্রদূত, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অবদান, আমার হাত দিয়ে আজ শার্শা উপজেলার ৩নং বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা গ্রামের উত্তরপাড়া ও ৩নং ঘিবা গ্রামে মোট ১৬১টি পরিবার নতুন বিদ্যুৎ সংযোগ পেলো।
এসময় উপজেলা আওয়ামীলীগের, ছাত্রলীগের, যুবলীগের ও কৃষকলীগের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys