Home রাজনীতি শার্শার কায়বায় উন্নয়নের জোয়ার শীর্ষক আলোচনা সভা

শার্শার কায়বায় উন্নয়নের জোয়ার শীর্ষক আলোচনা সভা

by jonoterdak24
0 comment

শার্শার কায়বায় উন্নয়নের জোয়ার শীর্ষক আলোচনা সভা

অাবু বকর ছিদ্দিক (রনি), যশোর।। যশোরের শার্শার কায়বা ইউনিয়নে ৪ নংপাঁচ কায়বা ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গল বার (১৩মার্চ)বিকালে বাদামতলা ওসমানিয়া দাখিল মাদ্রাসা চত্বরে উন্নয়নের জোয়ার শীর্ষক এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
ওয়ার্ড আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ গাজীর সভাপতিত্বে অনু্ষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথী সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন ইউনিয়ন আ,লীগের সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু,বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শেখ সহিদুল ইসলাম।অন্যানের মধ্য আরো বক্তব্য রাখেন মাষ্টার আসাদুজ্জামান আসাদ,ওয়ার্ড সভাপতি আবু দাউদ,জিয়াউর রহমান, আলহাজ্ব মুজিবর রহমান,অধ্যাপক কামরুল হাসাান, ও মাষ্টার শফিকুল ইসলাম।
অন্যান্যর মধ্য আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য শরিফুল ইসলাম ময়না,মোহাম্মদ আলী,আলমগীর কবীর বদু, রফিকুল ইসলাম,মনিরুজ্জামান মনু,হবিবর রহমান,ইউনিয়ন ছাত্রলীগের সাধারনসম্পাদক মিল্টন হাসান,সাংগাঠনিক সম্পাদক মাসুমবিল্লা প্রমুখ।এছাড়াও সকল ওয়ার্ড আলীগের সভাপতি, সম্পাদক ও ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ সভায় অংশনেন।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys