Home শিক্ষা শার্শার কায়বা ইউনিয়নে দুটি স্কুলের শিশুদের স্কুল ফিডিং কর্মসুচির আওতায় ডিম খাওয়ানো হয়েছে।

শার্শার কায়বা ইউনিয়নে দুটি স্কুলের শিশুদের স্কুল ফিডিং কর্মসুচির আওতায় ডিম খাওয়ানো হয়েছে।

by jonoterdak24
0 comment

আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি।

“বাাড়াবো প্রাণীজ আমিষ গড়বো দেশ,
স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ ” শ্লোগানে শার্শার কায়বা ইউনিয়নের পাঁচকায়বা ও পাঁড়ের কায়বা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫৩৬জন শিশুকে পুষ্টিসল্পতা দুরিকরনে সিদ্ধ ডিম খাওয়ানো হয়েছে।
স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শার্শা উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে সোমবার(১৯মার্চ)সকালে ০৭ নং কায়বা ইউনিয়নের পাঁচ কায়বা ও পাঁড়ের কায়বা প্রাথমিক বিদ্যালয়ের ৫৩৬ জন ছাত্র- ছাত্রীদের মাঝে সিদ্ধডিম বিতরন করা হয়।এসময় শার্শা উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃজয়দেব কুমার সিংহ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আফরোজ,কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্পদ হাসান ফিরোজ আহমেদ টিংকু, ইউপি সদস্য রফিকুল ইসলাম,আলমগীর কবীর বদু,স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্র অভিভাবক স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।এছাড়াও দাতা সুজাউদ্দৌলা ও পশু চিকিৎসকরা সেখানে উপস্থিত ছিলেন।উল্লেখ্য উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের সহযোগীতায় বাচ্চাদের পুষ্টির অভাব দূর করার জন্য ডিম খাওয়ানো কর্মসুচী নেয়া হয়।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys