Home সারাদেশ শার্শার রুদ্রপুরে “মা” সমাবেশ অনুষ্টিত

শার্শার রুদ্রপুরে “মা” সমাবেশ অনুষ্টিত

by jonoterdak24
0 comment

 

আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি।।

যশোরের শার্শা উপজেলার ৩৪ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার(৯এপ্রিল) সকাল দশটায় মা”সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনু্ষ্ঠিত মা”সমাবেশে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সহসভাপতি সাংবাদিক আজিজুল ইসলাম,প্রধান শিক্ষক তহমিনা খাতুন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আহাদ,সহকারী শিক্ষক রুহুলামিন, সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ প্রমূখ।
এছাড়াও স্থানীয় আ,লীগের সভাপতি শওকত মোল্যা,ইউপি সদস্য হবিবর রহমান,সদস্য কুতুব উদ্দীন, ইমদাদুল হক,জামির হোসেন সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।মা”সমাবেশে বক্তারা বলেন মায়েরাই শিশুদের প্রধান শিক্ষক কারন তাদের দিয়েই শিশুরা প্রথম থেকেই শিক্ষা গ্রহন করে।তারা বলেন মায়েদের সন্তানের লেখাপড়ার জন্য স্বার্থপর হতেহবে তবেই সন্তানকে মানুষ করা সহজ হবে।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys