Home সারাদেশ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবি ও জনপ্রতিনিধির মধ্যে মতবিনিময়।

শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবি ও জনপ্রতিনিধির মধ্যে মতবিনিময়।

by jonoterdak24
0 comment

শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবি ও জনপ্রতিনিধির মধ্যে মতবিনিময়।

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি।।

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্তে চোরাচালান দমন ও মাদক নির্মুলে স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবির মধ্য সীমান্ত বৈঠক অনু্ষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫মার্চ)বিকালে রুদ্রপুর বিজিবি ক্যাম্পে এ বৈঠক অনু্ষ্ঠিত হয়।
বিজিবি’র পক্ষ্যে রুদ্রপুর বিওপির নায়েবসুবেদার বাহার ও স্থানীয় জনপ্রতিধী চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু আলোচনায় অংশ নেন।
এসময় সেখানে ইউপি সদস্য হবিবর রহমান,কাজী শহিদুল ইসলাম,আব্দুল মজিদ,কিতাব আলী,শাহাবুদ্দীন আহমেদ,ইউনিয়ন ছাত্রলীগের সাধারনসম্পাদক মিল্টন হাসান,সাংগাঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ সহ এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।
সীমান্তে চোরাচালান দমন, মাদক নির্মুল ও নারী শিশু পাচার প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।এবং উভয় পক্ষই এ ব্যাপারে একমত পোষন করেন।চোরাচালান দমনে স্থানীয় চেয়ারম্যানের পক্ষ্যথেকে সবধরনের সহযোগীতা দেয়া হবে বলে জানানো হয়।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys