Home সারাদেশ শার্শার শ্যামলাগাছীতে বসুন্ধরা গ্রুপের সিমন্ট বোঝাই ট্রাক উল্টে খাদে

শার্শার শ্যামলাগাছীতে বসুন্ধরা গ্রুপের সিমন্ট বোঝাই ট্রাক উল্টে খাদে

by jonoterdak24
0 comment

 

আজিজুল ইসলাম, বেনাপোল পতিনিধি।।
যশোরের শার্শার শ্যামলাগাছী নামক স্হানে  আজ দুপুর দেড়টার দিকে বসুন্ধরা কোম্পানীর একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে রাস্তার খাদে পড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় বসুন্ধরা গ্রুপের সীমেন্টবোঝাই একটি ট্রাককে যাত্রীবাহী বাসে পিছন থেকে ধাক্কাদিলে উল্টে খাদে পড়ে যায়।তবে কেউ হতহত হয়নি।স্থানীয় লোকজন ছুটোগিয়ে চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে উল্টে যাওয়া গাড়ীর ড্রাইভার মজনু মিয়া যানান,আমরা সিমেন্ট বোঝাই গাড়ী নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিলাম এমন সময় যশোর গামী একটি লোকাল বাসেরর সাথে আমাদের গাড়ী ধাক্কা লাগলে গাড়ীর পিছনের চাকা ও চেচিস ভেঙ্গে গিয়ে  গাড়ী পাল্টি খেয়ে রাস্তার ডান পাসের খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় ড্রাইভার ও হেলপার সামান্য আহত হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি

Related Posts

Leave a Comment