Home সারাদেশ শার্শায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন সম্পন্ন

শার্শায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন সম্পন্ন

by jonoterdak24
0 comment
আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলার শার্শা উপজেলা শাখার কমিটি গঠণ সম্পন্ন হয়েছে। আজ সকাল ১০ ঘটিকার সময় উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে  আগত ছাত্র আন্দোলন ও ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের সমন্বয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ শরিফুল ইসলাম। ( সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ শার্শা উপজেলা শাখা)
প্রধান বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ আমিনুল ইসলাম।( সাংগঠনিক সম্পাদক ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখা)
সভাপতিত্ব করেন মুহাম্মাদ ওমর ফারুক আহমেদ ( সভাপতি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শার্শা উপজেলা শাখা)
উক্ত সম্মেলনে মুহাম্মাদদ ওমর ফারুক আহমেদ কে সভপতি,
মুহাম্মাদ তৌহিদুর রহমান কে সহ-সভাপতি ও হাফেজ মুহাম্মাদ ওমর ফারুক কে সাধারণ সম্পাদক করে ২০১৮ সেশনের কমিটি গঠন করা হয়েছে।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys