Home অপরাধ শাহ আরেফিন ওরসে যুবককে ছুরিকাঘাত

শাহ আরেফিন ওরসে যুবককে ছুরিকাঘাত

by jonoterdak24
0 comment

 

সুনামগঞ্জের তাহিরপুরে হযরত শাহ আরেফিন (রহ.) আস্থানায় ওরস ও মেলায় স্থানীয় একদল দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার শিব্বির আহমদ (২১) নামের এক যুবক।

বৃহস্পতিবার (১৫ মার্চ) রাত দেটার দিকে হামলার শিকার হন। আহত শিব্বির আহমদ (২১), সে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বাগবাড়ির শাহবুল মিয়ার ছেলে।

শুক্রবার (১৬ মার্চ) সকালে আশংকাজনক অবস্থায় ওই যুবককে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সীমান্তবর্তী লাউড়েরগড়ের সাহিদাবাদে হযরত শাহ আরেফিন (রহ.)’র আস্থানায় বাউল গানের কাফেলায় কয়েকজন বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে গান শুনছিলেন বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শিব্বির আহমদ। এ সময় স্থানীয় একদল উশৃংখল যুবক গানের আসরে বসার স্থান পাবার অজুহাত তৈরী করে ঠেলাঠেলি করার এক পর্যায়ে শিব্বির আহমদের তলপেটে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক ভাবে এ ঘটনায় গানের কাফেলা সহ পুরো ওরস স্থলে আতংক ছড়িয়ে পড়ে।

এরপরই স্থানীয় দুর্বৃত্তরা শিব্বির ও গানের কাফেলায় থাকা একাধিক ব্যাক্তির মোবাইল সেট, পকেটের টাকা পয়সা ছিেিয় নিয়ে পালিয়ে যায়।

এদিকে, আহত অবস্থায় শিব্বিরকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা করানোর পর তার অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালেই তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর শুক্রবার বলেন, কেউ আমাকে এ ঘটনাটি অবহিত করেনি তবে অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys