Home শিক্ষা শিক্ষার মান উন্নয়নে আমাদের কাজ করতে হবে: মেয়র আরিফ

শিক্ষার মান উন্নয়নে আমাদের কাজ করতে হবে: মেয়র আরিফ

by jonoterdak24
0 comment

সিলেট :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শিক্ষা মান উন্নয়নে আমাদের কাজ করে যেতে হবে। আমাদের সন্তাদের সু-শিক্ষায় গড়ে তুলতে হলে অভিভাবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। শিক্ষিত জাতি গঠনে অভিবাবকদের ভুমিকা গুরুতপূর্ণ। অভিভাবকদের পাশাপাশি মানুষ গড়ার কারিগর শিক্ষদের ভূমিকা অপরিসীম। শিক্ষক হচ্ছেন শিশুর সু-শিক্ষার ভিত্তি স্থাপনের কারিগর। তাই আসুন সকলে মিলে আমাদের সন্তানদের সু-শিক্ষা শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলি।
তিনি শনিবার (২৯ ডিসেম্বর) সিলেট নগরীর ইলাশকান্দি এলাকায় সৈয়দ নাসির উদ্দিন (রঃ) স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সৈয়দ নাসির উদ্দিন (রঃ) স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন আহমদ মাসুকের সভাপতিত্বে ও ফয়েজ উদ্দিন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, কলেজের অধ্যক্ষ ও পরিচালক শওকত আলী, পরিচালক সাইফুল ইসলাম, আবুল তাহের, সাইফুল মতিন, মুফতি নুমান আহমদ, এমাদুল হক সোহাগ।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান, গাজী সামিরা, জাফিয়া পিংকি, শারমিন আক্তার, জেসমিন আক্তার, সুমাইয়া ইয়াসমিন, নাদিয়া বুশরা, ইমা আক্তার, শামিমা আক্তার, সাবেরা আক্তার,স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক সুহেল, সজিবুর রহমান রুবেল, সাহেল আহমদ নয়ন, কামাল আহমদ দূর্জয়, হুমায়ুন তালুকদার, স্বপন আহমদ বেলাল হোসেন দুলন, রাজু অঅহমদ, সুলেমান আহমদ, সাইফ উদ্দিন প্রমুখ

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys