Home ইসলাম সাংবাদিক আব্দুল্লাহ আল  নোমানের পিতৃবিয়োগ

সাংবাদিক আব্দুল্লাহ আল  নোমানের পিতৃবিয়োগ

by jonoterdak24
0 comment

 

 ডাক::সিলেটের সকাল ডটকমের স্টাফ রিপোর্টার ও বাংলানিউজ২৪ডটকম’র সাবেক স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল নোমানের পিতা হাফিজ আনিসুল হক আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার রাত পৌনে ৮টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। হাফিজ আনিসুল হক দীর্ঘদিন সিলেটের ১নং বালুচর জামে মসজিদের ইমাম এবং দলদলি মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর মরদেহ কানাইঘাটে উপজেলার রাজগ্রাম মাদানীনগরের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

শোক:
সিলেটের সকাল ডটকমের স্টাফ রিপোর্টার ও বাংলানিউজ২৪ডটকম’র সাবেক স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল নোমানের মাতৃবিয়োগে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন, টিভি চ্যানেল নিউজ২৪ এর সিলেট ব্যুরো প্রধান এবং সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক শাহ্ দিদার আলম নবেল।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys