Home অর্থনীতি সামাজিক ব্যবস্থা উন্নত নয় বলে সবাই বিচার পায় না: সিলেটে অর্থমন্ত্রী –

সামাজিক ব্যবস্থা উন্নত নয় বলে সবাই বিচার পায় না: সিলেটে অর্থমন্ত্রী –

by jonoterdak24
0 comment

সিলেট, বুধবার, ০২ মার্চ ২০১৬ :: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সকল মানুষ যাতে বিচার পায় সেজন্য বিচার ব্যবস্থার স্বাধীনতা দিয়েছি আমরা। তবে দেশের সামাজিক ব্যবস্থা এখনো উন্নত নয়, তাই সবাই বিচার পায় না। সকলেই যাতে বিচার পায় সেদিকে আমাদের নজর দিতে হবে।

বুধবার দুপুরে সিলেট জজ কোর্ট প্রাঙ্গনে ‘ডিজিটালাইজড উইটনেস ডিপোজিশন সিস্টেম’ বা ডিজিটাল পদ্ধতিতে সাক্ষীর সাক্ষ্যগ্রহণ পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার আন্তরিক। এ লক্ষ্যে সরকার কাজ করছে। আমরা মোটামুটিভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পেরেছি।

বিচার বিভাগে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ায় বিচার ব্যবস্থা সময়ের সঙ্গে আরো আধুনিক হবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরো বলেন, আমি দৃঢ় কন্ঠে বলছি, ২০১৮ সালের পর বিদ্যুতের কোনো সমস্যা থাকবে না।

সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমদ পাঠওয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি, সুপ্রীম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারক মোহাম্মদ ইমান আলী, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক এমপি, ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি রোবার্ট ওয়াটকিনস।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys