Home সিলেট বিভাগ সিলেটে আনসার ও টিডিপির ৩৮তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

সিলেটে আনসার ও টিডিপির ৩৮তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

by jonoterdak24
0 comment

বাংলাদেশ আনসার ও টিডিপি ৩৮তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শহর প্রতিরক্ষা বাহিনী ২৪নং ওয়ার্ডের দলনেতা ইমতিয়াজ রহমান ইনুর সভাপতিত্বে ও টুলটিকর ইউনিয়নের দলনেতা মতিউর রহমান টিপুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা আনসার অফিসার এ.এস.এম এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা প্রশিক্ষক রূপক তালুকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন- নগর প্লাটুনের সদস্য শামীম আহমেদ, ফাহিম আহমদ, ফরহাদ আহমদ তামিম, আব্দুল খালিক, সামাদুল ইসলাম, হোসেন আহমদ, মোছা. মরিয়ম বেগম, সুমিতা রানী দাস, মাহফুজা আক্তার রুবি, ফাতেমা আক্তার লিজা, মারজানা আক্তার পান্না, তান্নি বেগম, হুসেন আহমদ, ফাহাদ আহমদ তানভীর, শিমু আক্তার, আব্দুস সামাদ, আমির আহমদ প্রমুখ।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys