Home রাজনীতি সিলেটে আরিফ-গৌস শ্যেন অ্যারেস্ট

সিলেটে আরিফ-গৌস শ্যেন অ্যারেস্ট

by jonoterdak24
0 comment

 

000২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেন গুপ্তের জনসভায় বোমা হামলা মামলায় সিলেট ও হবিগঞ্জের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও জি কে গৌসকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্র পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার বেলা ১১ টায় বিএনপির এই দুই নেতাকে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। দিরাই জোনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ আরিফুল হক চৌধুরী ও জি কে গৌসকে ওই মামলায় শ্যেন অ্যারেস্টের আদেশ দেন।
আসামি পক্ষে ছিলেন ফজলুল হক আছপিয়া, শহিদুজ্জামান চৌধুরী, শেরেনূর আলী প্রমুখ।

আসামী পক্ষের আইজীবীদের দাবি, ঘটনার ১২ বছর পরে দুই জন জনপ্রিয় জনপ্রতিনিধিকে এই মামলায় জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত এবং এই প্রচেষ্টা আইনানুগ নয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শহিদুল হাসমত খোকন।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys