Home সিলেট বিভাগ সিলেটে করোনা সন্দেহে হাসপাতালে আরেকজন ভর্তি

সিলেটে করোনা সন্দেহে হাসপাতালে আরেকজন ভর্তি

by Message Editor
0 comment

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে সিলেটে হাসপাতালে একজনকে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি একজন বয়স্ক লোক।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান।

তিনি আরো জানান, শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল রবিবার পর্যন্ত ভর্তি ছিলেন তিন জন। এদের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস না থাকায় হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয়া হয়েছে। তবে তাকে হোম কোয়ারেন্টিনে আরো কয়দিন থাকতে হবে।

এরমধ্যে করোনা সন্দেহে আরেকজনকে গতকাল রবিবার ভর্তি করা হয়েছে করোনা ইউনিটে। এ নিয়ে হাসপাতালে পুণরায় করোনা সন্দেহের রোগী দাঁড়ালো তিন এ।

বর্তমানে করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন দুই জন পুরুষ ও একজন নারী।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys