Home রাজনীতি সিলেটে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

সিলেটে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

by jonoterdak24
0 comment

সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে মহানগর ছাত্র জমিয়তের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। সংবাধিন থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার বাদ আছর এ মিছিল ও সমাবেশ করা হয়।মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বন্দরবাজার পত্রিকা পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।মহানগর ছাত্র জমিয়তের সভাপতি বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে ও আতিকুর রহমান নগরী’র পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, সংবাধিন থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের পায়তারা করছে ইসলামী বিদ্বেষী একটি মহল। এই অশুভ পায়তারা দেশবাসী কখনো মেনে নেবে না। জমিয়ত নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে এ ষড়যন্ত্র বন্ধ করা না হলে জালিম, অবৈধ সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলবে ঈমানদার তৌহিদী জনতা। বক্তারা আজ শুক্রবার আল্লামা শাহ আহমদ শফী ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করার জন্য সর্বস্তরের জনতার প্রতি আহবান জানান।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, মুফতী জাকারিয়া খান, মাওলানা মুখতার হোসাইন, হাফিজ আব্দুস সালাম, সৈয়দ সালিম কাশেমী, যুব জমিয়ত মহানগর শাখার সভাপতি মাওলানা ছদরুল আমিন, জেলা ছাত্র জমিয়তের সভাপতি সাইফুর রহমান, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, হাফিজ কবির আহমদ, নাজমুল হাসান, আব্দুল হামিদ খান, হাফিজ মনসুর বিন সালেহ, হাফিজ আব্দুল4

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys