Home খেলা সিলেটে পুলিশ কমিশনার টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সিলেটে পুলিশ কমিশনার টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

by jonoterdak24
0 comment
কামরুল হাসান জুলহাস:সিলেট, রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫ :: সিলেটে বর্ণাঢ্য আয়োজনে লাফার্জ সুরমা পুলিশ কমিশনার টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রবিবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কামরুল আহসান।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এম.ডি আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লাফার্জ সুরমা প্রাইভেট লিমিটেড এর এরিয়া সেলস ম্যানেজার জাফর সাদিক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, চাটার্ড লাইফের পরিচালক মুনায়েম খান বাবুল।এসময় উপস্থিত ছিলেন- সিলেট মেট্্েরাপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রোকন উদ্দিন আহমদ, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ সায়িদ আহমদ চৌধুরী জুয়েল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম (সুনু মিয়া) কার্য নির্বাহী পরিষদের সদস্য বিজিৎ চৌধুরী, কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, ক্রীড়া সংগঠক গোলাম জাকির চৌধুরী জাবু, বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী পরিষদের সদস্য ফরহাদ কোরেশী,  তকরিমুল হাদী কাবি, সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ (বিসিবি) একে এম মাহমুদ ইমন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাশ সুজক, ক্রীড়া সংগঠক নুরে আলম খোকন, বিভাগীয় ক্রিকেট কমিটির সভাপতি যায়েদ আহমদ চৌধুরী প্রমুখ।
comisonar picউদ্বোধনী খেলায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও জিমখানা ক্লাব একে অপরের মোকাবেলা করে। খেলায় মোট ১০ টি ক্লাব অংশগ্রহণ করছে।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys